টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আরজি করের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। সবার একটাই দাবি ‘উই ওয়ান্ট জাস্টিস।’ এবার অপরাধীর শাস্তির দাবিতে পথে নামল বর্ধমানের শিল্পীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সকল সকল শিল্পীরা একত্রিত হয়ে লাল্টু স্মৃতি সংঘের সামনে থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন। তাদের এদিন একটাই বার্তা ছিল ‘চাই ভয় মুক্ত সমাজ।’
এদিন তাদের এই প্রতিবাদ মিছিলের জেরে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে যদিও এদিন তারা এই ভিড়ের মধ্যে রোগী নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পাশ কাটিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া জন্য এগিয়ে যেতে সাহায্য করেন। যদিও বেশ কিছুক্ষণ পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়। এই প্রতিবাদ মিছিলের শুরু থেকেই বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল।
Social