Breaking News

ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের মারধরের অভিযোগের রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনে

টুডে নিউজ সার্ভিসঃ ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে এনআইএ অধিকারিকরা শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন বলে জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হলো। সোমবার ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং এসডিওর তরফ থেকে সিইও অফিসে এই রিপোর্ট জমা দেওয়া হয়। সূত্রের খবর, জেলা প্রশাসন সূত্রে খবর গত শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এনআইএ-এর তরফে ওই অভিযানের বিষয়ে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশের তরফে ফোর্স রেডি করার আগেই হেনস্থার ঘটনা ঘটে যায়। অফিসারদের শারীরিক নিগ্রহের খবর আসার পরেই অবশ্য সেখানে পুলিশ পাঠানো হয়।

এমনকী, ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকেরাও ঘটনাস্থলে যান। শনিবারের ওই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সোমবার সেই রিপোর্ট জমা পড়ে। তেমন টাই নির্বাচন কমিশন সূত্রে খবর।

About Prabir Mondal

Check Also

বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা

টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *