টুডে নিউজ সার্ভিসঃ ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের দাবি তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। তাঁদের দাবি, মথুরাপুর, ফলতা, বজবজ-সহ একাধিক এলাকার প্রায় শতাধিক বুথে ছাপ্পা দেওয়া হয়েছে। ভোটের নামে চলেছে প্রহসন। কোথাও বন্ধ করে রাখা হয়েছে সিসিটিভি, কোথাও বা প্রার্থীদের নামের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে স্টিকার।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ভোট সন্ত্রাসের দাবি শনিবার তুলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, ‘হরিয়ানা, বিহারে দেখতাম, শুনতাম। তবে এবার নতুন প্রবণতা দেখা গিয়েছে। যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। এবং শেষ পর্যন্ত কয়েক লক্ষ হিন্দু আজকে ভোট দান থেকে বঞ্চিত হয়েছেন। যার বেশিরভাগ অংশটাই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে।’
