Breaking News

থালা বাজিয়ে গলায় সবজির মালা পড়ে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। কারণ সবজির দাম আকাশ ছোঁয়া। এরই প্রতিবাদে এবার আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পড়ে আর থালা বাজিয়ে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ করে তারা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এই বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, দুর্নীতিগ্রস্ত মজুদদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম। মজুদদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার। টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

About Prabir Mondal

Check Also

জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ, তা ভেঙে পুরনো অবস্থা ফিরিয়ে আনতে নির্দেশ হাইকোর্টের

টুডে নিউজ সার্ভিসঃ মুর্শিদাবাদে জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ। নির্মাণ ভেঙে পুরনো অবস্থা ফিরিয়ে আনতে নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *