টুডে নিউজ সার্ভিস, মেদিনীপুরঃ প্রায় ১৬০০ একর জুড়ে বিস্তৃত এই ফিল্ম সিটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি, হায়দরাবাদের রামোজী ফিল্ম সিটির পরেই। তৈরি করতে খরচা হয়েছিল প্রায় ১০ বিলিয়ন ডলার।
এটি ডিসাইন করেছিলেন বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতীশ রায়।
উদ্বোধনে এসেছিলেন স্বয়ং শাখরুখ খান, এই ফিল্ম সিটিটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কাছে অবস্থিত ডুকিতে।
এখান থেকে চন্দ্রকোনা রোড হয়ে বাসে ঢুকিতে নামতে হবে অথবা বাইকে বা ছোট গাড়ি করে নয়া বসত বাস স্টপের থেকে ডান দিকে রাস্তায় দোরখোলা হয়ে যেতে হবে।
এখানে ঢোকার প্রবেশ মূল্য ৩০০ টাকা। টাকাটা একটু বেশি মনে হচ্ছে কিছু ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যে সেটা অন্য কোথাও পাবেন না।
সারাটা দিন কেমন করে কেটে যাবে টেরই পাবেন না। তবে এখন অনেকটাই সৌন্দর্য হারিয়ে পড়েছে অযত্নের কারণে।
সংগৃহীত –
Social