প্রবীর মণ্ডল, বর্ধমানঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভ অব্যাহত। দাবি একটাই ‘উই ওয়ান্ট জাস্টিস।’ কিন্তু, প্রায় মাস হতে চললো এখনও পর্যন্ত বিচার মেলেনি। এই অবস্থায় অভিনবভাবে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন আরজি কর মেডিক্যাল কলেজর প্রাক্তনীরা।
রবিবার পূর্ব বর্ধমানের পালসিটের ভলিবল খেলার মাঠে খোলা হয় “অভয়া ক্লিনিক।” অর্থোপেডিক্স, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ সহ আরও বেশ কয়েকটি বিভাগে রোগী দেখেন উপস্থিত আরজি কর মেডিক্যাল কলেজর প্রাক্তনীরা। এছাড়াও এখানে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। দুয়ারে ডাক্তার পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি এলাকার সাধারণ মানুষ।
আরজি কর মেডিক্যাল কলেজর প্রাক্তনী ডাঃ দীপ্তাংশু দাস বলেন, “চারপাশে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে রয়েছেন, তাই অনেকেই বলছে চিকিৎসকরা হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা দিতে পারছে না। মানুষের মধ্যে ভয় থাকছে, ওখানে গিয়ে কি পরিষেবা পাব, কি পাবো না? এই “অভয়া ক্লিনিক”-এর মাধ্যমে আমরা বলতে চাইছি ওখানে যারা আছে তারা রীতিমতন পরিষেবা দিয়ে যাচ্ছে। আন্দোলন আন্দোলনের জায়গায়, চিকিৎসা চিকিৎসার জায়গায়। আমরা কখনো পিছপা হয়নি আর আমাদের কাজ থেকে আমরা পিছু পা হবো না।”
পাশাপাশি এই ক্লিনিকে উপস্থিত অপর চিকিৎসক দীপঙ্কর মুখার্জী বলেন, “যে গান গাইতে জানে সে গানের মাধ্যমে, যে কবিতা লিখতে পারে সে কবিতার মাধ্যমে, আর আমরা তো আর কিছু পারি না চিকিৎসা ছাড়া। তাই আমরা এভাবে সেবা দিয়ে প্রতিবাদ করতে চাইছি। এটা আমাদের নীরব প্রতিবাদ।“