Breaking News

কল সেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ফাঁদ! গ্রেফতার ২

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ অনলাইনে যৌনচক্রের ফাঁদ পেতে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২, ব্যাপক চাঞ্চল্য কাঁকসার আড়ায়। ধৃতরা ঝাড়খণ্ডের গিরিডির কুন্দন মণ্ডল ও ঝাড়খণ্ডের হাজারিবাগের বিষ্ণুদেব প্রসাদ। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে কাঁকসা থানার আড়া এলাকায় কল সেন্টার চালানোর জন্য বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়েছিল। সেখান থেকেই ভুয়ো কল সেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ফাঁদ পাতে কুন্দন মণ্ডল, বিষ্ণুদেব প্রসাদ ও সিন্টু মণ্ডল। তারা বিশেষ অ্যাপসের মাধ্যমে একের এক মহিলার সাথে পুরুষের যৌন মিলনের ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তাদেরকেই পাঠাতো। তারপরেই তাদের কাছে মোটা টাকার দাবি করা হতো। টাকা না দিলে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হত। এই করেই লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে তাঁরা। ২০২৪ সালের মে মাসে কাঁকসা থানার মালনদিঘী ফাঁড়িতে একটি অভিযোগ পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কুন্দন মণ্ডল ও বিষ্ণুদেব প্রসাদের নাম উঠে আসে।

বৃহস্পতিবার বিকেলে কাঁকসার বামুনাড়া এলাকায় বাইক নিয়ে যাচ্ছিল তিনজনেই। তখনই গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ সেখানে হানা দেয়। গ্রেফতার হয় বিষ্ণুদেব প্রসাদ ও কুন্দন মণ্ডল। সুযোগ বুঝে পালিয়ে যায় সিন্টু মণ্ডল। তাদের ব্যাগ থেকে বাজেয়াপ্ত করা হয় তিনটি ভুয়ো আধার কার্ড, চারটি মোবাইল ফোন ও ছটি এটিএম কার্ড। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক। পলাতক সিন্টু মণ্ডলের সন্ধানে শুরু হয়েছে। ধৃত দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা সেই নিয়েও তদন্তের গতি আনতে চাইছে কাঁকসা থানার পুলিশ।

About Prabir Mondal

Check Also

অপরাজিতা বিলের সমর্থনে হাটগোবিন্দপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *