Breaking News

শস্য গোলায় ডানার হানা! ক্ষতির আশঙ্কা সুগন্ধি ধানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃহস্পতিবার বিকাল থেকেই দানার প্রভাব পড়তে শুরু করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ওদিন বিকাল থেকেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ফলে আকাশে কালো মেঘ দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে জেলার কৃষকদের। মাঠ ভরা ধান, ক্ষেত ভরা সবজি ও বিভিন্ন ধরনের ফসলে ডানার প্রভাব পড়তেই বড়সড় ক্ষতির আশঙ্কায় এখন কৃষকরা।

পূর্ব বর্ধমান যাকে বলা হয় বাংলার “শস্য ভাণ্ডার বা শস্য গোলা।” এই সময় আমন ধান আর সুগন্ধি ধানের চারা গাছে, সবুজ হয়ে থাকে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ কৃষি খেত। যেখানে প্রায় ৩ লক্ষ ৮১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। কিন্তু চোখে পড়ছে না সেই দৃশ্য। কারণ, থাবা বসিয়েছে “ডানা।”
বুধবার রাত্রি থেকেই শুরু হয়েছে হাল্কা বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া। শুক্রবার সকাল হতেই বেড়েছে বৃষ্টির পরিমান সাথে দমকা হাওয়া, আর তাতেই বিপদ বাড়ে জেলার কৃষকদের। জেলার দক্ষিণ দামোদর এলাকার বিস্তীর্ণ এলাকার মাঠে গিয়ে দেখা যায় শুয়ে পড়েছে সুগন্ধি ধানের গাছ।

About Prabir Mondal

Check Also

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস, ভর্তি কমান্ড হাসপাতালে

টুডে নিউজ সার্ভিসঃ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *