টুডে নিউজ সার্ভিস, পাটনাঃ নির্বাচনী যুদ্ধে জয়ের পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার নেওয়ায় পাটনার এক হাসপাতালে চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি। সূত্রের খবর, শুক্রবার বিহারে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই সহকর্মীদের প্রবল যন্ত্রণার কথা জানান। শুক্রবার রাতে যন্ত্রণা আরও প্রবল হয়। সকালে পরিস্থিতি আরও গুরুতর হলে তাঁকে পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখ গানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসকরা তাঁর হাতের পরীক্ষা নিরীক্ষা করে পর্যাপ্ত বিশ্রামের নির্দেশ দেন। চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন নীতীশ কুমার । উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নির্বাচনী প্রচারে অত্যন্ত ব্যস্ত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারে লাগাতার প্রচারের পাশাপাশি দিল্লিতেও বারবার সফর করতে হয়েছে নীতীশ কুমারকে। মোদি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ সরকার গঠনে তাঁর প্রয়োজনীয়তা বাড়তেই ব্যস্ততা আরও কিছুটা বেড়ে যায় মুখ্যমন্ত্রীর।
গত ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির থাকার পর শুক্রবার পাটনা ফিরে মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানেই হাতের যন্ত্রণার উল্লেখ করেন। অবশ্য লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনও একবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন নীতীশ কুমার। তবে অল্প কিছুদিনের বিশ্রামের পর ফের প্রচাবে নেমে পড়েছিলেন তিনি।
Social