কৌশিক গাঙ্গুলী, বীরভূমঃ পথ কুকুরদের খুন! কোথাও থেঁতলে মারার ঘটনা, আবার কোথাও খাবারের সঙ্গে বিষ দিয়ে মারার চক্রান্ত, আবার কোথাও পিটিয়ে মারার ঘটনাও রয়েছে। এবার এরকম এক ঘটনা ঘটলো নানুর থানার অন্তর্গত গোমরা গ্রামে প্রায় ডজন খানেক পথ কুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করার অভিযোগ গ্রামবাসীর। ঘটনায় সাতটি কুকুরের মৃত দেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছে অনেক পথ কুকুর। তাদের নানুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফে চিকিৎসা চলছে।
ফলে এক জেলায় এভাবে পরপর অবলা প্রাণীদের খুন করার ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন পশুপ্রেমীরা।