Breaking News

মোদী ম্যাজিক শেষ, বাংলার সব লোকসভা আসনে ‘খেলা হবে’ : মমতা বন্দ্যোপাধ্যায়

টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ৭ মে মঙ্গলবার নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের পাত্রসায়রে এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিজেপি যেটা বলে সেটা করে না। আমরা যেটা বলি, সেটা করি। আমরা বলেছি এনআরসি করতে দেব না। দিইনি। মরে যাব। তা-ও দেব না। সিএএ করতে দিয়েছি? দেব না। এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে, যাতে তফসিলিরা অস্তিত্ব হারায়। আমরাও অস্তিত্ব হারাই। আর মোদী একা লাঠি ঘুরিয়ে বেড়াবে। ‘মোদী ম্যাজিক শেষ, মোদী হটাও, দেশ বাঁচাও’- এটাই স্লোগান হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “এবার বাংলার সব ক’টি লোকসভা আসনে ‘খেলা হবে।’ মোদীবাবুকে বিদায় দেওয়ার খেলা হবে। ভোটটা এ বার তৃণমূলকে দিতেই হবে প্রায় দেড় মাস বাড়ির বাইরে আছি। বলতে গেলে, কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলছি চিৎকার করতে করতে। তাই মলয়কে (মন্ত্রী মলয় ঘটক) বলছি, তুমি উন্নয়নের কথাগুলো তুলে ধরো। আর মা, বোন এবং ভাইদের সান্ত্বনা দিয়ে বলছি, জেনে রাখবেন, বাঁকুড়া, রঘুনাথপুর জুড়ে দেড় লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। তার কারণ, আমরা ডানকুনি থেকে বড়জোড়া ইকনমিক করিডর তৈরি করছি। পানাগড়, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর যাবে। দয়া করে আর বাইরে কেউ যাবেন না।”

About Prabir Mondal

Check Also

ভিন রাজ্য থেকে সোনা নিয়ে চম্পট! অবশেষে হরিয়ানা পুলিশের হাতে গ্রেফতার জামালপুরের যুবক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *