প্রবীর মণ্ডল, বর্ধমানঃ একই ছাদের তলায় বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে রবিবার রাতে ১২৫ জোড়া নব দম্পতির চার হাত এক হলো। শুধু বর্ধমান শহর বা বর্ধমান জেলাই নয় ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা এই পাত্র-পাত্রীদের নিয়ে গণবিবাহের আয়োজন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। কাউন্সিলর থাকাকালীন কঙ্কালেশ্বরী কালীবাড়ি গণবিবাহ কমিটির মাধ্যমে এই গণবিবাহ শুরু করেছিলেন তিনি, যা ১১তম বর্ষে পা রাখল। বর্ধমানের টাউন হল থেকে রবিবার দুপুরে শোভাযাত্রা করে বরপক্ষ পৌঁছয় কঙ্কালেশ্বরী কালীমন্দিরে। হাজির হন কনের বাড়ির লোকজনেরাও। উপস্থিত ছিলেন পুরোহিত এবং কাজিরা।
প্রত্যেক জুটিকে দেওয়া হয়েছে সোনার আংটি এবং নাকছাবি। রঙিন টিভি, খাট, সাইকেল, সেলাই মেশিন-সহ নানা দানসামগ্রীও। এ ছাড়া তুলে দেওয়া হয়েছে বিমার পলিসির কাগজপত্র। এ ছাড়া চাল, আলু, আটা ইত্যাদি মিলিয়ে মাসখানেকের রেশন। দম্পতিদের আত্মীয়স্বজনদের জন্য ভূরিভোজের এলাহি ব্যবস্থাও করা হয়েছিল।
এই গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের চার মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ হাজরা ও এক ঝাঁক বিধায়ক বিধায়িকা এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলররা।
Social