Breaking News

    জ্যান্ত কই আটকে গেল গলায়! অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনেই মর্মান্তিক পরিণতি

    টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মুখে মাছ রাখতে গিয়েই বিপত্তি। গলায় জ্যান্ত কই মাছ আটকে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের তেলে গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম সাগর রায় (৩৫)। বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। সেইসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় জল জমে গিয়েছিল। জৌগ্রাম স্টেশনে রাতে ট্রেন থেকে নেমে স্বামী স্ত্রী দুজনে তেলে গ্রামে বাড়ির দিকে হেঁটেই যাচ্ছিলেন।

    সাগরের এক আত্মীয় জানান, বৃষ্টির মধ্যে রাস্তায় কই মাছ দেখতে পেয়ে সাগর প্রথমে দু’হাতে দু’টি মাছ ধরেন। এরপরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পান। তখন হাতে থাকা একটি মাছকে মুখে রেখে রাস্তার মাছটি ধরতে ব্যস্ত হয়ে পড়েন। অসাবধানতায় মুখের জ্যান্ত কই মাছটি গলায় চলে যায়। এমন পরিস্থিতি দেখেই চিৎকার শুরু করেন সাগরের স্ত্রী। চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে সাগরকে তড়িঘড়ি জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সাগর।

    পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছয় বছর আগে বিয়ে করেন সাগর। সাগরের বাড়ি হুগলির পাণ্ডুয়ার রামবোয়া গ্রামে হলেও, স্ত্রীকে নিয়ে তেলে গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। বর্তমানে সাগরের স্ত্রী অন্তঃসত্ত্বা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাগরের পরিবারে

    About Prabir Mondal

    Check Also

    ফেসবুকে আলাপ, ১০ লাখের গয়না হাতাতেই খুন বান্ধবীকে!

    টুডে নিউজ সার্ভিস, বিধাননগরঃ ফেসবুকেই আলাপ। আলাপ প্রেমে গড়াতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার বান্ধবীর সঙ্গে …

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *