Breaking News

‘এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে?’, পুরসভায় ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

টুডে নিউজ সার্ভিসঃ ভোট পর্ব মিটেছে৷ লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস৷ এবার রাজ্য প্রশাসনের দিকে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক-সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়র ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি৷ ওই বৈঠকেই পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ রীতিমতো সুর চড়িয়েই তিনি বলেন, “এবার কি আমাকে ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে?”

প্রতিটি পুরসভাকে সরকারি প্রকল্প বাস্তবায়ন ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। নগরনিগম ছাড়াও হলদিয়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদের কর্তাদেরও বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক ও বিভাগীয় প্রশাসনিক রিপোর্ট দেখার পরই, আগামী সোমবার তড়িঘড়ি রাজ্যের ১২১ টি পুরসভার পুরপ্রধান ও প্রশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেও উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবরা।

About Prabir Mondal

Check Also

রাজ্য জুড়ে বিএসইউয়ের ‘প্রয়াস মক টেস্ট’

পারিজাত মোল্লাঃ বিধান শিশু উদ্যানের পরিচালনায় রাজ্য জুড়ে চলছে ‘প্রয়াস মক টেস্ট’।মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *