Breaking News

‘এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে?’, পুরসভায় ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

টুডে নিউজ সার্ভিসঃ ভোট পর্ব মিটেছে৷ লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস৷ এবার রাজ্য প্রশাসনের দিকে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সল্টলেক-সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়র ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন তিনি৷ ওই বৈঠকেই পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ রীতিমতো সুর চড়িয়েই তিনি বলেন, “এবার কি আমাকে ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে?”

প্রতিটি পুরসভাকে সরকারি প্রকল্প বাস্তবায়ন ও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। নগরনিগম ছাড়াও হলদিয়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদের কর্তাদেরও বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক ও বিভাগীয় প্রশাসনিক রিপোর্ট দেখার পরই, আগামী সোমবার তড়িঘড়ি রাজ্যের ১২১ টি পুরসভার পুরপ্রধান ও প্রশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেও উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবরা।

About Prabir Mondal

Check Also

‘আধঘন্টা ছেড়ে দিন…’, যাদবপুর কাণ্ডে এবার বিতর্কে বিজেপি বিধায়ক!

টুডে নিউজ সার্ভিসঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *