টুডে নিউজ সার্ভিসঃ আচমকা বুধবার বিকেলে নিউটাউনের এক বেসরকারি চক্ষু হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল চারটের কিছু পরে সেখানে যান তিনি। প্রায় দেড় ঘন্টা থেকে সন্ধে ৬ টার কিছু আগে ওই চক্ষু হাসপাতাল থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, চোখ দেখানোর জন্যই ওই চক্ষু হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চশমা ব্যবহার করেন। যদিও কী কারণে এই ভিজিট, তা অবশ্য জানা যায়নি।
