টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সময় ২ ঘন্টা এগিয়ে এনে সকাল ১১.৪৫ মিনিটের বদলে সকাল ৯.৪৫ মিনিটে করে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এই বিষয়ে বৃহস্পতিবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে পোস্ট করেন যে, মধ্যশিক্ষা পর্ষদ এই রকম অপ্রয়োজনীয়, একতরফা এবং হঠকারি সিদ্ধান্ত কেন নিলো তার ব্যখ্যা এখনও পাওয়া যায় নি। এখনও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকছে। যদি, এই সময় পরিবর্তনের জেরে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি অথবা অসুবিধে হয় তার দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে।
