টুডে নিউজ সার্ভিসঃ শুরু হয়ে গিয়েছে সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহন পর্ব। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১০.২৮ শতাংশ। সবথেকে ভোট পড়ল বাংলাতেই। মোট ৬ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ।
বিহারের ৫টি আসন, ঝাড়খণ্ডের ৩টি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, ওড়িশার ৫টি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন, পশ্চিমবঙ্গের ৭টি আসনে ভোট হবে। এছাড়া জম্মু-কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট হবে। বাংলার বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে চলছে ভোট গ্রহন।
ভোট গ্রহণ শুরু হতেই সকাল থেকেই যেন মুম্বইয়ের বুথে বুথে চাঁদের হাট। ভোট দিলেন রাজকুমার রাও,অক্ষয় কুমার, অনিল অম্বানী, ড়বী গভর্নর। আমেঠীর একাধিক কেন্দ্রে ইভিএম বিকলের অভিযোগ সামনে এসেছে।
Social