Breaking News

মোদীকে নিয়ে করা ভবিষৎ বানী ১৮০ ডিগ্রি পাল্টি, বিজেপির ক্ষমতা দখল এখন অনিশ্চয়তায় : পিকে

টুডে নিউজ সার্ভিসঃ চথুর্থ দফা লোকসভা ভোটে ভোট কুশলী প্রশান্ত কিশোর অনেকটাই এগিয়ে রেখেছিল বিজেপিকে। তিনি একসময় এও বলেছিলেন ৪০০ পার ফল বিজেপির জন্য খুব একটা অবাস্তব নয়। কিন্তু, বাংলার পঞ্চম দফার ভোটের আগে প্রশান্ত কিশোরের নরেন্দ্র মোদীর ভবিষৎ বানী থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

দক্ষিণ ভারতের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, মানুষ এখন বুঝতে পারছেন ব্র্যান্ড মোদী অপরাজেয় নন। কেউ তাঁকে চ্যালেঞ্জ করতে পারে না এমনটা একেবারেই নয়। কোনও রাজনৈতিক দল বা রাজনীতিবিদ তাঁকে চ্যালেঞ্জ করুক বা না করুক সাধারণ মানুষ এখন তাঁকে চ্যালেঞ্জ করছেন। অর্থাৎ ২০২৪-এ মোদী ক্যারিশমাটা অনেক ফিকে হয়ে গিয়েছে।

ভারতে এখনও দেশের ৬০ কোটি মানুষ রোজ ১০০ টাকার বেশি আয় করতে পারেন না সেখানে সরকারের বিরোধিতা কখনও দু্র্বল হতে পারে না। এদেশে বিরোধীরা একেবারেই দুর্বল নয়। এই ভুলটা না করাই ভালো। তিনি পরিসংখ্যান তুলে বলেছেন, মোদীকে নিয়ে দেশের ৬০ শতাংশ মানুষ অখুশি।

About Prabir Mondal

Check Also

দীর্ঘ ছয় বছর পর হতে চলেছে দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ নির্বাচন

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পুলিশি ঘেরাটোপের মধ্যে দুর্গাপুরে মহিলা কো-অপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল। প্রার্থীর সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *