টুডে নিউজ সার্ভিসঃ বুধবার সকাল ১১টায় স্পিকার নির্বাচনের জন্য শুরু ভোট গ্রহণ। ঠিক তাঁর আগে শাসক-বিরোধী দুই শিবিরের তরফেই ঘনঘন ফোন এসেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্পিকার পদে তাদের প্রার্থী নির্বাচনের জন্য কখনও বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কখনও ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী কথা বলেছে মমতার সাথে।
এনডিএ জোটের তরফে স্পিকার পদপ্রার্থী “ওম বিড়লা” এবং ইন্ডিয়া জোটের তরফে “কে সুরেশ।” কাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস তা সঠিক জানিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় দলের তরফে। আর তৃণমূলের আজকের এই সিদ্ধান্তেই ঘুরে যাবে সংসদের খেলা।
স্পিকার পদে প্রার্থী দেওয়ার বিষয়ে শরিকদের সাথে আলচোনা না করায় মঙ্গলবার সংসদে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সংসদের ভেতর অভিষেকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে।
Social