Breaking News

জঙ্গলমহলে বেলুড় মঠের নিয়ম অনুসারে কুমারী পুজোর আয়োজন

টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ মহা-অষ্টমীর দিন প্রচলিত রীতি মেনে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ভগড়া ত্রয়োদশ গ্রাম সমন্বয় সর্বজনীন দুর্গাপুজোয় বেলুড় মঠের নিয়ম অনুসারে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। কুমারী পুজো দেখতে ভগড়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কয়েক হাজার দর্শনার্থী মন্দির প্রাঙ্গনে এসে ভিড় করেন।

সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি জগবন্ধু মাহাত বলেন, পূজারীদের দেওয়া বিধি মেনে কুমারী পুজো করা হয়েছে। যাকে কুমারী ‘মা’ হিসেবে পুজো করা হয়েছে তার বাড়ি সারেঙ্গা ব্লকের গুড়েপাড়া গ্রামে। নিজেদের গ্রামে উপযুক্ত কুমারী মেয়ে না থাকায় অন্য জায়গা থেকে নিয়ে আসতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, সবার সহযোগিতায় এবার আমাদের পুজো চতুর্থ বছরে পদার্পণ করল। পুজো উপলক্ষ্যে প্রথম দিন থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আদিবাসীদের জন্য নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্মরণিকা কমিটির সম্পাদক বারিদবরণ দে বলেন, উৎসব উপলক্ষ্যে প্রতিবছর আমরা একটি স্মরণিকা প্রকাশ করে থাকি। এবারও তার ব্যতিক্রম ঘটছেনা। ইতিমধ্যে বিশিষ্টদের কাছ থেকে কিছু লেখা পেয়েছি। সেগুলো প্রকাশ করার চেষ্টা করছি।

About Prabir Mondal

Check Also

মন্তেশ্বরে কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকবরনগর তরুণ সংঘ

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জেলা ও জেলার বাইরের আটটি দল নিয়ে একদিনের কবাডি প্রতিযোগিতা  আয়োজিত হল  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *