টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বুধবার ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কোক ওভেন থানার পক্ষ থেকেও এদিন মাদক বিরোধী এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় পা মেলান দুর্গাপুরের কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক, ওসি ট্রাফিক মুচিপাড়া সতীনাথ শীল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলান্টিয়াররাও। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে শুরু হয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে আবার থানায় এসে শেষ হয়। এদিন কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক এলাকার মানুষদের মাদক সহ সব ধরনের নেশা থেকে মুক্ত থাকার আহ্বান জানান।
