টুডে নিউজ সার্ভিসঃ ব্যান্ডেল- কাটোয়া লাইনের পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেল স্টেশনে এক মহিলা কে গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখেন রেল যাত্রীসহ পথ চলতি মানুষজন। কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
এমতাবস্থায় পূর্বস্থলী এক ব্লকের নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান মোবিন হোসেন মণ্ডল-এর নজরে পরে ওই অসুস্থ মহিলা। তিনি মহিলার খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই মহিলার নাম সীমা রাজবংশী।
এরপর ওই অসুস্থ মহিলাকে সাহায্য করার তাগিদে উপপ্রধান মোবিন হোসেন মণ্ডল সমুদ্রগড়ের স্টেশন মাস্টার এবং কর্তব্যরত আরপিএফ কর্মীর সাথে মহিলার ব্যাপারে কথা বলতে গেলে আরপিএফ কর্মী বলেন এগুলো তাদের প্রটোকলে পড়ে না, এগুলো তাদের একতিয়ারের বাইরে। আরপিএফ কর্মী আরো বলেন রেলের বৈধ টিকিট কাটা যাত্রী যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন বা ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে তড়িঘড়ি তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। বাকি কারোর প্রতি রেলের কোন দায়িত্ব নেই।
তিনি আরও বলেন, প্রয়োজনে ওই মহিলাকে ঠ্যাং ধরে স্টেশনের বাইরে ফেলে দেবো। রেলের একজন কর্তব্যরত আরপিএফ কর্মীর মুখে এহেন বক্তব্য রেলের মানবিকতা কে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাহলে রেলের সবটাই কি বাণিজ্যিক ? মানবিকতা বলে কি কিছুই নেই ?
Social