টুডে নিউজ সার্ভিসঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনের ভারত-বাংলাদেশ জলসীমানায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এখন থেকে জলসীমানায় ২৪ ঘন্টা টহল দেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট।ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে বিশেষ এই হোভারক্রাফ্ট। এদিন থেকেই উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা হোভারক্রাফ্টে চেপে ভারত-বাংলাদেশ জলসীমানায় টহলদারি শুরু করেছেন। বাংলাদেশসীমান্ত বরাবর ডাঙাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
