বাঘাসনে গোঁসাই বাবার বাৎসরিক পুজো

Prabir Mondal
2 Min Read

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রামের গোঁসাই বাবার বাৎসরিক পুজোয় আনন্দে উৎসাহের সঙ্গে মেতে উঠেছে এলাকাবাসী। বাঘাসন গ্রামের তথা গোঁসাই বাবার পূজা কমিটির কর্মকর্তা তাপস দাস, উত্তম দাস, বিপদ বরণ দাস, যদু দাসরা জানান, “প্রায় ৫০ বছর আগে বাঘাসন গ্রামের দাস পাড়া এলাকায় এলাকায় প্রায় অশান্তি ঘটতো সেই অশান্তি থেকে রেহাই পাওয়ার জন্য, এই এলাকার কয়েকজন যুবক তখন বয়স্ক মানুষদের সিদ্ধান্ত নিয়ে ৫০ বছর আগে দোল পূর্ণিমার তিথিতে বৈদ্যবাটির আশ্রম থেকে এক গোঁসাই-কে এনে তাকে সামনে রেখে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গোঁসাই পুজো প্রতিষ্ঠিত করে পূজা আরম্ভ করে। সেই থেকে প্রত্যেক বছর দোল পূর্ণিমার তিথিতে আনন্দ উৎসাহের সঙ্গে দুই দিনের গোঁসাই বাবার বাৎসরিক পূজা হয়।

এবছর এই পূজা ৫০তম বছরে পদার্পণ করল। তাই এই বছর বাঘাসন গ্রামের দাস পাড়ার মোড় এলাকায় এলাকায় গোঁসাই বাবার পূজা মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকে হরিনাম সংকীর্তন, নগর ভ্রমণ ও পূজা অর্চনা হোম যজ্ঞের মধ্য দিয়ে গোঁসাই বাবার বাৎসরিক পূজা আরম্ভ হয়। এদিন দুপুরে চন্দ্রপুর, বেগুনপুর, খাঁপুর , বাঘাসন গ্রামসহ এলাকার ১০-১২টি গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষজন গোঁসাই বাবার মন্দির প্রাঙ্গণ এলাকায় বসে অন্নভোগ গ্রহণ করেন।”

তারা আরও জানান, এই বাৎসরিক পূজা উপলক্ষে এই এলাকায় প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন আসে। সারাদিন এবং রাত্রে নানান সংস্কৃতি অনুষ্ঠান সহ বাউল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে এই সময় এলাকার একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান এলাকার মানুষজন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *