Breaking News

মামুদপুরে গণেশ পুজো

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের মামুদপুর দু’নম্বর অঞ্চলের কাইগ্রাম ব্রহ্মপুর গ্রামের সহযোগিতায় আমরা ক’জন ক্লাবের পরিচালনায় ব্রহ্মপুর দোলতলার প্রাঙ্গণে চার দিনের সার্বজনীন শ্রী শ্রী গনেশ পূজার উদ্বোধন হলো শুক্রবার। পূজার উদ্যোক্তারা রাকেশ সামন্ত, ঋজু মোদক, জয় গোপাল তা, শুভ্রকান্তি বসু, দীপ ঘোষ, মিলন মালিক, সম্রাট কুন্ডুরা জানান,
“এই ব্রহ্মপুর চাষি ও হিন্দু প্রধানগ্রাম। এই গ্রামে দোল উৎসব, দুর্গাপূজা, সরস্বতী পূজা সহ দুই একটি পূজা ছাড়া এই গ্রামে আর কোনো পূজা হয় না বললেই চলে। তাই এখানকার মানুষজনদের আনন্দ উৎসাহ দেবার জন্য ব্রহ্মপুর গ্রামের কজন যুবক গ্রামের মানুষজনদের সঙ্গে আলোচনা সিদ্ধান্তে করে গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করে গ্রামবাসীর সহযোগিতা এই পূজাকে সার্বজনীন ভাবে গণেশ পূজার আয়োজন করা হয় আমরা ক’জন ক্লাবের পরিচালন।”

ভাদ্র মাসের গণেশ চতুর্থী তিথির শুক্লপক্ষে এই গণেশ উৎসব পালিত হয়। তাই এদিন সন্ধ্যায় মামুদপুর দু’নম্বর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর দোলতলায় গণেশ পূজার প্যান্ডেলের ফিরতে কেটে ও প্যান্ডেলের পর্দার দড়ি টেনে আনন্দ উৎসাহের সঙ্গে শুভ উদ্বোধন করেন মামুদপুর দু’নম্বর অঞ্চলের প্রধান অলকা ওরাও, সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল নেতা শুভেন্দু মল্লিক, সহএলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

About News Desk

Check Also

দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *