টুডে নিউজ সার্ভিসঃ শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার কেমন যাবে আবহাওয়া? কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শোনাল হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হুগলী, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও শুক্রবার ঝেঁপে বৃষ্টি হবে। এই অসময়ের বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত তাঁদের।
