Breaking News

এবার আমন চাষে বৃষ্টির ঘাটতি, অবশেষে সেচের জন্য দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল জল

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ নিম্নচাপের জেরে গত দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে। আর এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে শনিবার থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য জল ছাড়া শুরু করল ডিভিসি। সেচ দফতর সূত্রে জানা গেছে, ডিভিসির লেফট ব্যাঙ্ক মেইন ক্যানেল ও রাইট ব্যাঙ্ক মেইন ক্যানেল থেকে মোট ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে।

চলতি জুলাই মাস শেষ হতেও চললেও এখনো সে অর্থে ভারি বৃষ্টিপাতের দেখা পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। ফলে শষ্যগোলা পুর্ব বর্ধমান সহ, বাঁকুড়া, হাওড়া ও হূগলী জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমি এখনো অনাবাদী রয়ে গেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ৬ টা থেকে দুর্গাপুর ব্যারেজের দুপাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়। জানা গেছে প্রাথমিক ভাবে ৬০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাঙ্ক মেইন ক্যানেল ও লেফট ব্যাঙ্ক মেইন ক্যানেলে। আপাতত ১৫ দিন ধরে এই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া, পুর্ব বর্ধমান, হূগলী ও হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকরাও।

About News Desk

Check Also

বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *