টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লজ্জার ছবি শহরে! স্কুল গেটে মদ্যপ অবস্থায় শিক্ষকের গড়াগড়ি। এই বর্ধমান শহরেই যখন চলছে বইমেলা, আয়োজকরা সুস্থ সংস্কৃতি পাঠভ্যাস বৃদ্ধির জন্য আপ্রাণ প্রয়াস জারি রেখেছেন তখন জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরে অবস্থিত এই শহরের এক স্কুলের সামনে সেই স্কুলের শিক্ষকের এই পরিনতি। বিদ্যালয়ের প্রবেশ পথে মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন হিন্দি পড়ানো এক শিক্ষক, বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের সামনের এই ঘটনা প্রকাশ্য দিবালোকে দেখে সকলেই ক্ষুব্ধ। বিদ্যালয়ের পড়ুয়ারাও দেখল তাদের শিক্ষকের একি হাল। জানা যায়, দীর্ঘদিন ধরে চলছে এই মাতাল শিক্ষকের কান্ড, জানানো হয়েছে বহুবার প্রশাসনিক মহলে কিন্তু টনক নড়েনি, কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি এই শিক্ষকের বিরুদ্ধে। এদিনের এই ঘটনায় লজ্জিত বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকারা, মদ্যপ শিক্ষক জয়রাম কুমার সিং-এর বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের, কি হবে পঠনপাঠন ? কি হবে শিক্ষার পরিবেশ এই যদি হয় শিক্ষকের হাল উঠছে প্রশ্ন, কেন উদাসীন প্রশাসন ? এই সব কারনেই বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বলছেন শহরবাসী।
