দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি সরকারি বাস। জানা গেছে, সোমবার সকালে আসানসোল থেকে দীঘাগামী সরকারি বাসটি কাঁথিতে ঢোকার আগেই এসএইচ-৫ কাঁথি বেলদা রোডে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর জেরে জখম হয় শিশু সহ একাধিক বাস যাত্রী। বাসটিতে আনুমানিক ৬০ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি রাস্তার ধারে উল্টে যাওয়ার বিকট শব্দে স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ ও স্থানীয় মানুষের অনুমান সম্ভবত গাড়ির ড্রাইভারের চোখে ঘুমে জড়িয়ে আসা ও কুয়াশার কারণেই এই বিপত্তি ঘটেছে।
সূত্রের খবর, কাঁথি থানার পুলিশ এক গুরুতর জখম শিশুকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন বাস উলটে দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।