Breaking News

ধর্মরাজের গাজন

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ গাজন পশ্চিমবঙ্গের পালিত একটি লোক উৎসব। এই উৎসব শিব, মনসা, নীল ও ধর্মঠাকুরের পুজা কেন্দ্রিক। ধর্মের গাজন সাধারণত বৈশাখ, জ্যেষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়। কাটোয়া-২ ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের শ্রীবাটী গ্রামে রয়েছে ধর্মরাজ ঠাকুর। সেখানে শুরু হয়েছে গাজন। এই ঠাকুরের বাৎসরিক পুজো হল গাজন উৎস। মঙ্গলবার বাবাকে দাঁইহাটের গঙ্গারঘাটে গঙ্গাস্নান করার জন্য ভোরবেলায় শ্রীবাটী গ্রাম থেকে সন্ন্যাসীরা বাবা ধর্মরাজকে নিয়ে শ্রীবাটী গ্রামের ভিতর দিয়ে বাকসা গ্রামের মধ্যে দিয়ে মাঠে মাঠে এসে ব্রহ্মাণী নদী পারাপার করে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামে বাবা ধর্মরাজের সঙ্গে দেখা করতে আসেন। তারপর ঘোড়ানাশ, মুস্থূলীর গ্রামের মধ্যে দিয়ে দাঁইহাটের গঙ্গাঘাটে গঙ্গাস্নানে চলে যান।

শুক্রবার চড়ক, এবারে ৩৬ জন সন্ন্যাসী হয়েছে। এইভাবে ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব চলে আসছে প্রাচীন কাল থেকে। গ্রামবাসীরা এই কদিন আনন্দোৎসবে মাতোয়ারা।

About Prabir Mondal

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *