Breaking News

জমজমাট ধনতেরাস, মন্তেশ্বরে দোকানে দোকানে উপচে পড়া ভিড়

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জমজমাট ধমতেরাস! মঙ্গলবার ধনতেরস উৎসব। এই উৎসব মূলতঃ দীপাবলীর পাঁচ দিনের উৎসব তারই একটা দিন ধনত্রয়োদশী। দীপাবলীর দুই দিন আগে ধনতেরস হয়। এই উৎসব ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। তাই ধনতেরস উৎসব উপলক্ষে সোনা রূপো কেনার একটা বহু প্রচলিত রীতি রয়েছে। এটা সুখ ও সমৃদ্ধি প্রতীক বলে মনে হয়। ধনতেরস উৎসব পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালন করা হয়। অনেকে এই দিনটি শুভ দিন বলে মনে করেন মূলতঃ অবাংলীদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাংলীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ধনতেরস উৎসব। এই উৎসবের মূলতঃ সোনা কেনা হয়। সোনা না কিনতে পারলে, যেকোনো ধাতু কেনাকেই শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিনে দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে প্রবেশ করেন এবং তাদের ইচ্ছা পূরণ করেন বলে মনে করেন অনেকে। তাই এই উৎসব উপলক্ষে মঙ্গলবার মন্তেশ্বর এলাকায় মন্তেশ্বর, কুসুমগ্রাম সহ বিভিন্ন বাজারে সোনা রুপোর দোকানে সোনা রুপো সহ বিভিন্ন ধাতু কেনার জন্য দোকানে দোকানে উপচে পড়া ভিড়।
সোনা রুপোর এক টুকরো ধাতু কিনে সংসারে ও গৃহে লক্ষ্মী দেবীর কৃপা লাভের আশায় ও মঙ্গলের জন্য এই এই ধারণায় কেনাকাটার ভিড় হয় দোকানগুলিতে বলে জানান অনেককে।

কুসুমগ্রাম বাজারের ব্যবসায়ী সইফুদ্দিন বড়া জানান, গণেশ লক্ষ্মীর, রুপোর মূর্তি, রুপোর কয়েন, রুপোর থালা, গেলাস,সোনা রুপোর আংটা, মহিলাদের হাতের সোনার পলা সহ বিভিন্ন রকমের সোনা রুপোর গহনা কেনার চাহিদা বেশি দেখা যায় ক্রেতাদের আজকের উৎসব উপলক্ষে।

About Prabir Mondal

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *