টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত চকদিঘী বেলতলা এলাকায়। ঐ যুবক ইলেকট্রিক শক খাবার পর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে স্থানীয় জামালপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের যুবকের নাম দেবাশীষ ঘড়ুই (১৮)। পরিবারের লোকজন জানান, বাড়িতে পাখা ঠিক করতে গিয়ে ইলেকট্রিকের শক লাগে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
