টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার চকদিঘী গ্রামে পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূর। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মৃত মহিলার নাম ফতেমা বেগম (৩২)। মৃতের বাবা খালেক মল্লিক জানান, বাড়িতে ছেলে মেয়ে স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি করে ফাতেমা, দিন ১৫ আগে বাড়িতেই বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে প্রথম জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন এদিন মৃত্যু হয় তাঁর।
