জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর জুড়ে দুর্যোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ভয়াল ঘূর্ণিঝড় রেমাল। সেইমতো সারা রাজ্যের সঙ্গে সোমবার রবিবার থেকে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় আকাশ ছিল মেঘলা। রবিবার বিকাল থেকেই মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ অংশে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গী ছিল ঝড়ো হাওয়া। রাত বেড়েছে ততই পরিস্থিতি খারাপ হয়েছে বিভিন্ন এলাকায়।
সোমবার ভোর থেকে রেমালের প্রভাব পড়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায়। নিম্নচাপ ও রেমালের প্রভাবে মন্তেশ্বর এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। রেমাল ও ঝড়-বৃষ্টির প্রভাবের পরিস্থিতি মোকাবিলা প্রস্তুতির জন্য মন্তেশ্বর ব্লক বিপর্যয় দপ্তর থেকে খোলা হয়েছে ২৪ ঘন্টা কন্ট্রোলরুম, জামা কাপড় ত্রিপল, রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়লে তড়িঘড়ি মোকাবিলা সহ সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তর থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতনাতার প্রচার করা হয়, রাস্তাঘাট, পুকুর, খাল , বিল সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের খোলা তার এই ঝড়-বৃষ্টিতে রাস্তাঘাটে বিদ্যুতের তার পড়ে থাকলে হাত না দিয়ে, অবশ্যই বিদ্যুৎ দপ্তরের খোলা কন্ট্রোল রুমে জানানো সহ মানুষকে সতর্ক করে সচেতনতার প্রচার করেন বিদ্যুৎ দপ্তর।
Social