Breaking News

চ্যাম্পিয়ন পূর্বস্থলীর দীর্ঘপাড়া

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রবিবার সারারাত ব্যাপী মন্তেশ্বরের ভারুচা গ্রামের সৃজনী সংঘের পরিচালনায় ভারুচা খেলার মাঠে অনুষ্ঠিত হল সারারাত ব্যাপী স্যাডো ক্রিকেট প্রতিযোগিতা।জেলার বাইরে ও জেলার ১৬টি ক্রিকেট দল এই খেলায় অংশগ্রহণ করে। খেলার মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্যোক্তারা জানান এই খেলা ৫ম বছরে পদার্পণ করেছে। এই স্যাডো ক্রিকেট রবিবার সারারাত ব্যাপী চলার পর সোমবার সকালে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বরের কামরা আমরা ক’জন ক্রিকেট একাদশ এবং পূর্বস্থলীর দীর্ঘপাড়া ভাই ভাই ক্রিকেট একাদশ। দীর্ঘপাড়া একাদশ টসে জিতে কামরা একাদশকে ব্যাট করতে পাঠান। কামরা ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০রান করে।

এরপর ব্যাট করতে নেমে দীর্ঘপাড়া ৫ ওভার ১বলে ১ উইকেট হারিয়ে ৫১ রান কথে। খেলায় কামরা আমরা ক’জন একাদশকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ান হয় পূর্বস্থলীর দীর্ঘপাড়া ভাই ভাই ক্রিকেট একাদশ। এই খেলায় ম্যান অফ দ্যা সিরিজ ও ম্যান অফ দ্যা ম্যাচ হয় চ্যাম্পিয়ন দীর্ঘপাড়া ক্রিকেট একাদশ দলের ভাস্কর সামন্ত। খেলার সেরা বোলার নির্বাচিত হয় সিংহালী ক্রিকেট একাদশের বাবাই কুন্ডু।

About Prabir Mondal

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *