Breaking News

দুর্গাপুরে স্টিল প্লান্টের সামনে বিক্ষোভ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ এআইটিইউসি, বিএমএস সহ পাঁচটি সর্ব ভারতীয় ট্রেড ইউনিয়নের ডাকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ভারতের সবকটি স্টিল প্লান্টের সামনে বিক্ষোভের সামিল হল ওই সকল ইউনিয়নের সদস্যরা। তাদের মূল দাবি শ্রমিকদের ৩৯ মাসের এরিয়ার চুক্তিমানা সহ ঠিকা শ্রমিকদের নতুন বেতন চুক্তি মানা ও শ্রমিকদের সঠিক বোনাস প্রদান এই দাবিগুলোকে সামনে রেখে দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে পাঁচটি শ্রমিক সংগঠনের সদস্যরা যৌথভাবে বিক্ষোভে সামিল হয়।

বিক্ষোভকারীরা জানান, তাদের এই আন্দোলন  কর্তৃপক্ষ না মানলে চালিয়ে যাবেন। যদিও প্রভাবশালী তৃণমূল এই আন্দোলনে অংশ নেয়নি। দুর্গাপুর শহরের পাশাপাশি শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর এই যৌথ বিক্ষোভ ভিলাই বোকারো রাউরকেল্লা ইস্কোতেও চলছে বলে আন্দোলনকারীরা জানান l

About Prabir Mondal

Check Also

ওয়াকফ অশান্তির জেরে কালীগঞ্জের উপনির্বাচন পিছানোর আর্জি বিজেপির

টুডে নিউজ সার্ভিসঃ এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও মুর্শিদাবাদ লাগোয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *