টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ গল্পের গরু নয়, এবার বাস্তবের গরু উঠে পড়ল, তবে গাছে নয়, টিনের চালে। বুধবার সকালে এমনই দৃশ্যতে হইচই পড়ে গেল দুর্গাপুরের ২৩নং ওয়ার্ডের এমএএমসি কলোনীর বি-২ এলাকায়। আর এই ছবি এখন স্যোশাল মিডিয়ায় ভাইরাল, গরুর কীর্তি দেখে হেসে আটখানা নেটিজেনরা। বি-টু ২৬১ নং আবাসনে এদিন সকালে একটি গরু সিড়ি দিয়ে দোতলার ব্যালকনীতে উঠে যায়। সেখান থেকে আবাসনের সামনে তৈরি গ্যারেজের টিনের চালে উঠে পড়ে গরু। এরপর টিনের চালে দাপাদাপি শুরু করে। এই দৃশ্য দেখে ভিড় জমে যায় এলাকায়।
এলাকাবাসীরা থানা ও দমকলে ফোন করলে কোনো সাড়া মেলেনি। অবশেষে বাড়ির মালিক ও স্থানীয়রা ওই একই পথে গরুটিকে নামিয়ে আনতে সক্ষম হয়।
Social