টুডে নিউজ সার্ভিসঃ জনপ্রিয় হ্যারি পটার সিরিজ়ে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর জনপ্রিয়তা সকলের জানা। লেখকের সেই কল্পনাকে এবার বাস্তবে তুলে আনলেন চিনের গবেষক চু জুনহাও। ওই ‘ক্লোক’ তিনি নিজেই বানিয়ে ফেললেন।
কী এই ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ ? চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, জে কে রাওলিংয়ের হ্যারি পটারের কাহিনি অনুযায়ী, এটি একটি জাদু-পোশাক যা পরলে যে কোনো ব্যক্তি অদৃশ্য হয়ে যান। আলোর তারতম্যকারী অত্যাধুনিক উপাদান তাঁকে আর দেখা যায় না। চোখের সামনে ঘোরাফেরা করলেও তাঁর উপস্থিতি দেখতে পাবেন না কেউ। প্রশ্ন উঠছে এবার অদৃশ্য হয়েই কি এবার যুদ্ধ করবে বেজিং? তবে এই আবিষ্কারের পর বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে চু জুনহাও।
Social