Breaking News

গল্প নয় বাস্তবেই হ্যারি পটারের অস্ত্র বানিয়ে ফেলেছে এক চিনা বিজ্ঞানী, অদৃশ্য হয়েই কি যুদ্ধ করবে বেজিং?

টুডে নিউজ সার্ভিসঃ জনপ্রিয় হ্যারি পটার সিরিজ়ে ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’-এর জনপ্রিয়তা সকলের জানা। লেখকের সেই কল্পনাকে এবার বাস্তবে তুলে আনলেন চিনের গবেষক চু জুনহাও। ওই ‘ক্লোক’ তিনি নিজেই বানিয়ে ফেললেন।

কী এই ‘ইনভিজ়িবিলিটি ক্লোক’ ? চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, জে কে রাওলিংয়ের হ্যারি পটারের কাহিনি অনুযায়ী, এটি একটি জাদু-পোশাক যা পরলে যে কোনো ব্যক্তি অদৃশ্য হয়ে যান। আলোর তারতম্যকারী অত্যাধুনিক উপাদান তাঁকে আর দেখা যায় না। চোখের সামনে ঘোরাফেরা করলেও তাঁর উপস্থিতি দেখতে পাবেন না কেউ। প্রশ্ন উঠছে এবার অদৃশ্য হয়েই কি এবার যুদ্ধ করবে বেজিং? তবে এই আবিষ্কারের পর বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে চু জুনহাও।

About News Desk

Check Also

প্রাকৃতিক দুর্যোগের জেরে মাথায় হাত ভিন জেলা থেকে আগত মালা ব্যবসায়ীদের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফি বছরই তাঁদের দেখা মেলে ঠিক এই বিশ্বকর্মা পূজোর প্রাকঃ মূহূর্তে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *