টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান রেনেসাঁ টাউনশিপের ভিতর দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চললো গুলি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্ধমান থানার পুলিশ গাড়িটির ভেতর থেকে আটকে পড়া গুলি উদ্ধার করে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রেনেসাঁ টাউনশিপের বাসিন্দাদের মধ্যে। জানা গেছে, ওই গাড়ির মালিক দেবজিৎ ঘোষ বর্ধমানের খোশবাগানে তার নার্সিংহোম আছে। শনিবার সন্ধ্যায় রেনেসাঁ টাউনশিপে বাড়ি ফিরে গাড়িটি বাড়ির সামনে রাখেন। তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না গাড়ির মালিক সহ পরিবারের লোকজন।
এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে রবিবার ভোররাত দুটো আড়াইটা নাগাদ একটি গুলির আওয়াজ শোনা যায়। রবিবার সকালে উঠে গাড়ির মালিক গাড়িতে করে বেরোতে গিয়ে দেখে গাড়িটির কাঁচ ফুটো হয়েছে। রেনেসাঁর বাসিন্দারা দেখে গাড়ির মালিককে বলেন এটা গুলিই করা হয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। পুলিশ এসে গাড়িটির ভিতরে দরজা থেকে গুলিটি উদ্ধার করে এবং পুরো ঘটনা তদন্ত নেমেছে বর্ধমান সদর থানার পুলিশ। আতঙ্কের মধ্যে আছে রেনেসাঁ বাসিন্দারা বলে জানান স্থানীয়রা।
Social