টুডে নিউজ সার্ভিসঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১৯৫ জন প্রার্থীর নাম রয়েছে তালিকায়। এই ১৯৫ টি আসনের প্রার্থী তালিকা ১৬ টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের। একই সঙ্গে বাংলার ৪২ এর মধ্যে ২০টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এক ঝলকে দেখে নিন বিজেপির প্রার্থী তালিকা
কোচবিহার: নিশীথ প্রামানিক
আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা
বালুরঘাট: সুকান্ত মজুমদার
মালদহ উত্তর: খগেন মুর্মু
মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর: ডা. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ
রানাঘাট: জগন্নাথ সরকার
বনগাঁ: শান্তনু ঠাকুর
জয়নগর: অশোক কান্ডারী
যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়
হাওড়া: রথীন চক্রবর্তী
হুগলি: লকেট চট্টোপাধ্যায়
কাঁথি: সৌমেন্দু অধিকারী
ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া: জ্যোর্তিময় সিং মাহাতো
বাঁকুড়া: সুভাষ সরকার
বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
আসানসোল: পবন সিং
বোলপুর: প্রিয়া সাহা