Breaking News

ভাষা শহীদ স্মারক উদ্যান একুশে’র উদ্বোধন

সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি পৌরবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল স্থায়ী একুশের স্মারক। সেই চাহিদা পূরণে মেমারি পৌরসভার উদ্যোগে নবরূপে সজ্জিত ভাষা শহীদ স্মারক উদ্যান একুশে’র উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর সেখ ইউসুফ, কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, কাউন্সিলর রাম মুর্মু, প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি শহর মিলন সংঘ গ্রন্থাগার ও পৌরসভার উদ্যোগে ভাষা শহীদ স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, ও প্রধান বক্তা শিক্ষক জানকীনাথ মুখার্জী ।

শ্রুতি নাটক পরিবেশন করেন দিব্যেন্দু ভট্টাচার্য্য, কবিতা পাঠ করেন স্বদেশ মজুমদার। উপস্থিত ছিলেন আইনজীবী নবনীতা পৌরসভার সাংস্কৃতিক কমিটির পক্ষে সৌম্যকান্তি সিনহা, সমরেন্দ্রনাথ দাশগুপ্ত, শক্তি আচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী সংগীত তথা রাজ্য সঙ্গীত পরিবেশন করেন জয়দেব বাগ ও সহ শিল্পী ।

About News Desk

Check Also

জঙ্গলমহলে বেলুড় মঠের নিয়ম অনুসারে কুমারী পুজোর আয়োজন

টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ মহা-অষ্টমীর দিন প্রচলিত রীতি মেনে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ভগড়া ত্রয়োদশ গ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *