Breaking News

ভুতেদের আড্ডা খানা বর্ধমানের এগ্রিকালচার ফার্ম : দিলীপ ঘোষ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ তৃণমূল যতো হারছে ততোই গলার আওয়াজ করছে। নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাগালি দিচ্ছে, যদি জিতেছেন তো গালাগালি কেন দিচ্ছেন? তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেছেন বর্ধমান দূর্গাপুর থেকে ব্যাপক ভোটে হারাবো দীলিপ ঘোষকে, সেই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে দীলিপ বাবু জানান, “উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমি এবারে। মারপিঠ করে ভয় দেখিয়ে গুন্ডা লাগিয়ে আর সুবিধা করতে পারবে না তাহলেই ভিতরে যেতে হবে। কোচবিহারের মতো এলাকা সারা বছরি ওখানে সন্ত্রাস থাকে তৃণমূলের মন্ত্রী নেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ত্রাস করাচ্ছে, সেখানে শান্তি মতো ভোট হবে আশা করা যায় কি করে?

তিনি আরও বলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা শাখা আছে, ভিতরে ঘুরলাম এই ৬০০ কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্যে রাজ‍্যের টাকায় এখানে ভুতেদের আড্ডা খানা হয়েছে। কৃষি বলে কিছু দেখলাম না, ধান চাষ হয়েছে, যেটা পাশে গিয়ে দেখুন আমাদের চাষীরা তার চেয়ে অনেক ভালো করেছে। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার বর্ধমানের এগ্ৰিকালচার ফার্ম এলাকায় প্রাতঃভ্রমনে যান বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ,সেখানে প্রাতঃভ্রমন শেষ করে চায়ে পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

About Prabir Mondal

Check Also

কৃষিকাজে বিপ্লব আনছে মহিলা চাষীদের  দ্বারা ড্রোন ব্যবহারের মাধ্যমে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এইচডিএফসি পরিবর্তনের উদ্যোগে ও গ্র্যান্ট থর্নটন ভারতের সহায়তায় স্ত্রী প্রকল্পের অধীনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *