Breaking News

কেজরিওয়ালের গ্রেপ্তার ইস্যুতে ভারতের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ!

টুডে নিউজ সার্ভিসঃ লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।কেজরিওয়ালের গ্রেপ্তার ইস্যুতে ভারতের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার ইস্যুতে বিবৃতি জারি করে জার্মানি জানিয়েছে, তারা আশা করছে বিচারবিভাগীয় স্বাধীনতা ও গণতন্ত্রের রীতিনীতি মেনে পদক্ষেপ করবে ভারত।

জার্মানির মন্তব্যের পর জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল সাউথ ব্লক। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে জার্মানির নাক গলানোর কোনও দরকার নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। জার্মানির পর এবার কেজরিওয়ালের গ্রেপ্তার ইস্যুতে মন্তব্য করল আমেরিকা।

ওয়াশিংটনের এক শীর্ষ মুখপাত্র এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নজরে রাখা হচ্ছে। কেজরিওয়ালের ব্যাপারে স্বচ্ছ, যথাযথ, নিরপেক্ষ ও দ্রুত আইনি পদক্ষেপ করা হবে বলে আমরা আশা রাখছি। ভারতে গণতন্ত্র কতটা সুরক্ষিত, দুই দেশের বিবৃতির ফলে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সাউথ ব্লককে।

About Prabir Mondal

Check Also

বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *