অরুনাভ দত্ত, দিনাজপুরঃ ছাত্র সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে গঙ্গারামপুর প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধনী সংগীত ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার। ছাত্রছাত্রীদের মার্চ পাষ্ট ছিল নজরকাড়া। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে ৪৩টি ইভেন্টে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে পুরস্কৃত করা হয়।
Social