অরুনাভ দত্ত, দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার সর্বশিক্ষা মিশন-এর জেলা শিক্ষা আধিকারিক বিমলকৃষ্ণ গায়েনের নির্দেশে শনিবার দুপুরে বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘আনন্দ পরিসর ক্যুইজ’ অনুষ্ঠিত হলো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বিষয় ছিলো ‘নিজের রাজ্যকে জানো।’ আর নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বিষয় ছিলো ‘নিজের দেশকে জানো।’ নালন্দা বিদ্যাপীঠের প্রধানশিক্ষক সৌমিত দাস জানান, আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা দারুন উৎসাহের সঙ্গে এই দিনের ‘আনন্দ পরিসর ক্যুইজ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Tags district west bengal
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social