জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সারা রাজ্যের সঙ্গে সোমবার মন্তেশ্বর ব্লকেও ঈদ-উল-জুহা তাই রবিবার পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক অফিসের সম্ভাবনা মিটিং হলে ঈদ-উল-জুহা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠভাবে ঈদ-উল-জুহা পালনের জন্য ঈদ কমিটির সকল সদস্যবৃন্দকে নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, কালনা মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও রাকেশ চৌধুরী, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি, ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু, মুসলিম সম্প্রদায়ের মানুষজন, মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা এবং প্রশাসনিক মহলের ব্লক ও মন্তেশ্বর থানার আধিকারিকরা। মুসলিম সম্প্রদায় মানুষের বিভিন্ন উৎসবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পালন করেন তারা। এই ঈদ-উল-জুহা উৎসবের দিনে কিভাবে পুলিশ প্রশাসন নজর রাখবেন বা তাদেরকে সহযোগিতা করবে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোনো জায়গায় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়। তার সাথে এই উৎসবে সামিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছেন তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় এই বৈঠকে।
