জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভাতার-মালডাঙ্গা রাস্তায় তারাশশুনা মোড় সংলগ্ন এলাকায়। মৃত বুদ্ধদেব মালিক (২৮) ভাতারের আমরুণ-১ পঞ্চায়েতের শুনুড় গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের শ্বশুর বাড়ি মন্তেশ্বরের পাতুন এলাকায়। নবান্ন উপলক্ষে সেখানে গিয়েছিল সে। বুধবার সকালে মোটরবাইকে চড়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিল বুদ্ধদেব। সকালে ঘন কুয়াশা থাকায় রাস্তাঘাট ঠিকমতো দেখা যাচ্ছিল না। তারাশশুনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। মোটরবাইক নিয়ে রাস্তার উপরেই লুটিয়ে পড়ে বুদ্ধদেব। পথ চলতি মানুষজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই নাবালক সন্তান রয়েছে তার।
পুলিশ জানায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধান চালানো হচ্ছে।
Social