টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কালনার এসটিকেকে রোডে দুর্ঘটনার কবলে ১৬ চাকা লরি। কালনা এক নম্বর কিষাণ মান্ডি সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই লরি মঙ্গলবার। তার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিন ভোর থেকে প্রায় কয়েকঘন্টা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনায় জেরে কেউ আহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, যে টায়ার বাস্ট করেই লরিটি উল্টে যায় এবং ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনাটা ঘটে। আরও জানা যায়, হলদিয়া থেকে কয়লা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল লরিটি।
Social