Breaking News

হাত নয়, পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেমারির জগন্নাথ

 

সেখ সামসুদ্দিন, মেমারিঃ গত ২৩ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৭৬২ জন। তাদের মধ্যে প্র‍তিবন্ধকতাকে হার মানিয়ে জগন্নাথ মান্ডি-র পরীক্ষা নজির স্থাপনকারী। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে তুচ্ছ তার প্রমাণ পায়ের আঙ্গুলে কলম ধরে দিচ্ছে সে মাধ্যমিক পরীক্ষা৷ 

পূর্ব বর্ধমান জেলার মেমারি-১ ব্লকের অন্তর্গত নুদীপুর ভুপেন্দ্রমোহন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জগন্নাথ মান্ডি, সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে বাগিলা পূর্ণ চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে।মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের  সিমলা এলাকার বাসিন্দা জগন্নাথ মান্ডি-র ইচ্ছা ভবিষ্যতে শিক্ষক হওয়ার।

এদিন বাগিলা পূর্ণ চন্দ্র স্মৃতি বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা অনন্যা তরফদার জানান, জগন্নাথ মান্ডি-র লেখার ধরণ খুব সুন্দর এবং এই প্রতিবন্ধকতাকে জয় করে জগন্নাথ মান্ডি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা জগন্নাথ মান্ডি-কে দেখে অনুপ্রাণিত হবে।

About Burdwan Today

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *