Breaking News

সদরঘাটে সকাল থেকে ভিড়, বছরের প্রথম দিনে সেই চেনা ছবি

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার ইংরাজি নববর্ষ। একটা বছর শেষ, শুরু নতুন একটা বছর। পুরানোকে বিদায় নতুন বছরকে সাদরে গ্রহণ করে আনন্দ উৎসবে মেতে ওঠার দিন। বছরের প্রথম দিনে সেই চেনা ছবি পূর্ব বর্ধমানের সদরঘাটে দামোদরের চরে। এদিন সদরঘাটে বর্ধমান সহ জেলার বাইরে থেকেও বহু মানুষ ভিড় করেছেন পিকনিক করতে।

 এইদিনে দামোদরের চরে মেলাও বসে।  বিগত বছর অতিমারি করোনার জেরে তেমন লোকসমাগম হয়নি। কিন্তু, করোনার প্রকোপ কমতেই এ বছর হাজার হাজার মানুষের ভিড় করেছেন সদরঘাটের দামোদরের চরে। শুধু বর্ধমান জেলা নয় আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ আসেন এদিন সদরঘাটে। 

পাশাপাশি সদরঘাটে দামোদরের জলে নৌকা বিহারে মেতে ওঠেন আগত সকলে। এই নৌকা বিহারের ফলে কিছুটা অতিরিক্ত ইনকাম হয় মাঝিরাদের। পাশাপাশি ডিজের তালে তালে নাচগানের সঙ্গে চলছে  সকলে মিলে আনন্দ। এককথায় বছরের প্রথম দিনটিকে চুটিয়ে উপভোগ করতে চাইছেন সকলে।

About Burdwan Today

Check Also

কল আছে জল নেই! আর সারানোও হবে না জানিয়ে দিল পঞ্চায়েত, চরম সমস্যায় দুর্গাপুর

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের পানীয় জলের কলগুলো খারাপ হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *